বিধাতা, মানুষ তোমার সৃষ্টির সেরা জীব
সবচেয়ে বেশি ভালোবাসো তাদের
তবে তাদের মধ্যে গড়েছ কেন এত ভেদাভেদ?
যে সময়ে এক শিশু জন্ম নেয় বৃহৎ অট্টালিকায়
আনে খুশির জোয়ার
সেই সময় আরেক শিশু জন্ম নেয় ফুটপাতে বস্তিতে
ডেকে আনে অদ্ভুত এক আঁধার;
এই নিষ্পাপ শিশুর মাঝে কেন এত বৈষম্য তোমার!
এ কেমন ভালোবাসা?


স্বপ্ন হীন বেড়ে ওঠা এক শিশু
খেলার সময় কখন কিভাবে চলে যায় পায় না তো টের
সংসারের বোঝা ঘাড়ে এসে পড়ে
জীবন চালাতে কাজ নেয় চার দেওয়ালের বদ্ধ প্রকোষ্ঠ
বাসাবাড়ি কারখানায়;
এক ফোঁটা অবসর নেই,ক্লান্ত শরীর,ক্লান্ত জীবন;
তবুও কি তারা শ্রমের দাম পায়! পায় না।


যারা পৃথিবীকে করেছে জ্বালাময় নিবিয়েছে মানবতার আলো
বিধাতা,তাদের তুমি কেন ভালোবাসো !
যারা তোমাকে দিল ভালবাসা
গভীর রাতে নীরবে নিভৃতে দিল সে দান
কেন তুমি তাদের ফিরিয়ে দাও?
যেখানে শোষণ আর প্রবঞ্চনা জালেমের হাতিয়ার হয়ে
দুর্বল নিঃসহায়ে আঘাত করে
সেখানে কাদের পাশে তুমি আছো, হে বিধাতা?
জানা নেই।