রাতের গভীরে মগ্ন জোছনায় বাতাসে ভাসে
হাসনাহেনার গন্ধ
চাঁদের মত মেঘ ভেঙে উঠে এলে তুমি স্মৃতির আকাশে
রাতের নিস্তব্ধতায় হৃদয় জেগে দেখছে তোমাকে।


যে তুমি আমাকে শিখিয়েছিলে প্রেম
সেই তোমাকে আমার সীমানাতে বাঁধতেই
তুমি শিশিরের শব্দের মতো হারিয়ে গিয়েছ
হৃদয়ে জ্বেলেছ তুষের আগুন।
সে আগুনের উত্তাপে উড়ে গেছে দু’চোখের সব ঘুম
একে একে ফুরায় স্লিপিং পিলের পাতা
জেগে থাকি প্যাঁচার মত।


তোমার লোভী মনে আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ছিল
বুঝিনি আমি।
যতটুকু চেয়েছ সব দিয়েছি তোমাকে
আমার প্রেম আর অনুরাগ নিয়ে তুমি দিয়েছ বিষের পুঁটলি।
আমার মনে জাগে নি:স্বার্থ ভালোবাসা
তোমার মনে থাকে অতৃপ্ত বাসনা
তুমি চাও দেবীর মতো বহুজনের ভালোবাসা।
ভালোবেসে যে হৃদয় ছিঁড়ে তোমাকে দিলাম
বিনিময়ে সেই হৃদয় দলে
তাজা রক্তের আলতা পরালে তোমার পায়।


আমার ভালোবাসার নৌকা নিয়ে
তোমার ভালোবাসার ফসল বিকিয়েছ যারে
সে তোমাকে তার শখের সাজানো শো-কেসে রাখবে চিরকাল?
তোমাকে নিয়ে সে মনের সুখে খেলা শেষে
অবহেলায় ছুঁড়ে দিলে
বুকে ব্যথা পেলে মনে করো একদিন কেউ ভালবেসেছিল
তারই হৃদয় দলে রক্তের আলতা পরেছ তুমি;তোমার পায়।
তোমার বক্ষে সেই প্রেমের স্মৃতিচিহ্ন আঁকা রবে চিরকাল।