আমার প্রতিটি অনুভূতি গলিয়ে গলিয়ে
তোমার জন্য নির্মাণ করেছি এক-একটি কবিতা
শুধু তোমাকে শোনানোর জন্যই আমি লিখে চলি কবিতা
তোমাকে একটা বর্ণাঢ্য সময় উপহার দিতে
আমি তোমাকে এঁকেছি কবিতায়।
তোমার শান্ত মনটাতে খুশির রঙ মেখে দিতে
আমি তোমাকে এঁকেছি কবিতায়।
তোমার চারিপাশে হাসি-আনন্দের ব্যূহ রচনা করতে
আমি তোমাকে এঁকেছি কবিতায়।


কোন মতে খেয়ে না খেয়ে মাত্র কয়টা টাকা জমিয়ে
বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে
বাড়ি ভাড়ার টাকা বাকি রেখে ছাপিয়েছিলাম একটি কাব্যগ্রন্থ
প্রথম কবিতার বই হাতে পেয়ে
ছুটতে ছুটতে আমি তোমার কাছে এসেছিলাম!
বই পেয়ে তোমার চোখে ঝলসে উঠেছিল খুশির চমক
তোমার উচ্ছ্বাস দেখে আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম।


রাত গভীর হয় খালি পকেটে স্বপ্নের ঝড় ওঠে
তোমার জন্য আমার বুকে থাকে কেবলই হাহাকার
আমি কোন চিত্রশিল্পী নই
তবুও রাত জেগে জেগে তোমাকে আঁকি কবিতায় কবিতায়
কবিতা লিখে পুরস্কারে বদলে জুটেছে তিরস্কার
বিকৃত আবৃত্তি করে কেউ কেউ লোক হাসিয়ে বাহবা নিয়েছে
দুঃখের ঢেউ ঝনঝন করে বেজে উঠেছে আমার বুকে মধ্যে
তবুও সবাইকে লুকিয়ে লুকিয়ে আমি কবিতা লিখেছি
কল্পনায় পেয়েছিল আমার আত্মা তোমার ভালোবাসার স্বাদ
তাই লিখে যাই কবিতা! শুধু তোমার জন্য।