তোমাকে ছুঁয়েছিলাম একবার নির্জনে ভুল করে
তোমার শরীরের বিদ্যুৎ তরঙ্গে হয়েছিলাম অস্থির
মলিন চক্ষু বিস্ফোরিত করে তোমাকে দেখেছিলাম
তারপর থেকে শুধু তোমাকে দেখি তোমাকে দেখি।
ভুলে যেতে চাই তবু তোমাকে দেখি সম্মুখে
দুরের আকাশে তাকায় দেখি চাঁদ
মনে হয় তুমি আমার অপেক্ষায় চেয়ে আছো।


ফুলের দিকে তাকায় সৌন্দর্য মগ্ন হয়ে দেখি
মনে হয় রঙিন পাপড়িতে তোমার স্নিগ্ধ দৃষ্টি আমাকে ডাকছে।
ঝড়ে বাসা-ভাঙা পাখির ডাক শুনে চমকে উঠি
মনে হয় তোমার কষ্ট ভুলিয়ে দিতে তুমি আমাকেই চাইছ।


বৈশাখের খর-তপ্ত দুপরে
হঠাৎ একটুকরো মেঘ ভেসে আসে ছাতার মতো
একটু শীতল ছায়ায় তোমার স্পর্শ খুঁজি পাই।
সমুদ্রের তীরে বসে আছি একা
তার কুহকী মায়ায় রাত্রি দিন কেটে যায়
বসে বসে মনে হয় ঐ বুঝি তুমি
দুর্বোধ্য ভাষায় শুধু কাছে টানো, ফেরাতে পারি না।


আকাশে আকাশে নক্ষত্র জ্বলে ওঠে
রাত্রির ঢেউয়ে সরে সরে যায় আবার এসে দাঁড়ায়
মনে হয় তুমি ভালোবেসে একবার ফিরে যাও
আবার ফিরে এসে থামো।
হঠাৎ পায়ের শব্দ শুনি চমকে উঠি
দেখি একটা গাধা; পিছে পিছে হাঁটতে থাকি হাঁটতে থাকি
তবুও আনন্দ হয়; মনে হয় সেটাই তুমি, সেটাই তুমি।