তুমি যদি নরকের দরজায় দাঁড়িয়ে ডাকো আমায়
আমি ছুটে আসবো, তোমাতে আসক্ত আমি।
নেশায় আসক্তদের নেশা ছাড়া জীবন চলে নাকি!
তুমি এসব বুঝবে না!!
তুমি যদি যন্ত্রণায় কষ্ট পাও কিছুটা আমাকে দিও
আমার জীবনের দামে তোমার সুখের বাসর সাজাব।


যদি নির্জন দুপরে তুমি ডাক আমায় পার্কের এক কোণে
মিথ্যা বাহানা খুঁজে
কাজ ফেলে ছুটে আসব আমি তোমার কাছে।
তোমার হৃদয় আকাশে উড়াবো সোনালী স্বপ্নের ঘুড়ি
মুছে ফেলব বিগত দিনের একঘেয়ে মলিন ইতিহাস।


কোন এক রেস্টুরেন্টের নিয়ন আলোয়
তুমি যদি ডাকো আমায়
আমার বুকের যন্ত্রণা খামচে ধরে
মানিব্যাগটা জলাঞ্জলি দেব শুধু তোমার জন্য
তোমার শীতল চোখে তুলব আমি ভালোবাসার তুফান।


তুমি যদি ডাকো আমায় সমুদ্র সৈকতে
বলে দেব নীল সমুদ্রকে তোমার জন্য মঞ্চ সাজাতে
সামিয়ানার নিচে আয়েশি চেয়ারে বসে দেখবে তুমি
মেঘের ভেলা উড়ে যায় উদাসী হাওয়ায়।


তুমি যখন ডাক আমায়, কে আমাকে আটকে রাখে?
তোমার ডাকের প্রতীক্ষায় থাকি আমি
শুধু এইটুকু মিনতি, ডাকতে ভুল না আমায়!!