তোমার সংগে এক দুপুরে পালিয়ে যাওয়ার কথা ছিলো
কিন্তু তুমি সেই যে গেলে আর এলেনা
তাই তো আমার যাওয়া হ'লনা


তখন থেকেই দাড়িয়ে ছিলাম কদম্বেরই ছায়ার নীচে
নাই যদি বা যাবে তুমি বললে কেন এমন মিছে


আমি এখন ছায়ার থেকে একটুখানি স'রে গেছি
খর রোদে পুড়লো আমার সোনার বরণ
এমন বুঝি হাল হতনা শুনলে তখন তাদের বারণ।