তোমার জন্যে রেখে গেলাম অপ্রকাশিত পাণ্ডুলিপি
ইচ্ছে হলে পড়ে নিও
তোমার জন্যে রেখে গেলাম ভুবন ডাঙ্গার মাঠ
ইচ্ছে হলে সেখানে গিয়েও বসতে পারো
তোমার জন্যে রেখে গেলাম বিষয় বিষের ঝাঁপিখানি
ইচ্ছে হলে খুলতে পারো
দেখতে পাবে আশীবিষের কিলবিলানি
আবার কুলুঙ্গিতেও রাখতে পারো সারাজীবন
তোমার জন্যে রেখে গেলাম পিলসুজের ওই প্রদীপখানি
মায়ের হাতের শলতেগুলো
সময়মত উসকে দিয়ে
ইচ্ছে হলেই জ্বালতে পারো
আবার অন্ধকারেও থাকতে পারো সারাজীবন
যেমন তোমার মর্জিমাফিক ।