দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে
যে জীবন কাব্য তুমি লেখো
তা শেষ পর্যন্ত তুমি শেষ করতে পারোনা
মাঝখানে দাঁড়ি টেনে চলে যেতে হয়


লেখার মাঝের ড্যাশ, কমা,সেমিকোলন গুলি
তোমার আত্মীয়স্বজনরা ইচ্ছে মত দিয়ে দেয়
ফলে সারাজীবন ধরে তুমি যা বোঝাতে চেয়েছিলে
তার বিপরীত অর্থ মানুষের কাছে পৌঁছোয়
তুমি এসব জানতেও পারোনা
কারণ তখন তুমি এসব থেকে অনেক দূরে ।