হে প্রিয় বান্ধবী
তোমার কথা খুব মনে পড়ে আজ
মনে পড়ে সেই সব দিন ছিল কত না রঙিন
অমিত,তুমি আর আমি
বৃষ্টিতে ভিজেছি সারাদিন
কেউ কেউ আমাদের নিখিলেশ-সন্দীপ -বিমলা ভাবতো
আবার কেউ কেউ সুরেশ-মহিম-অচলা
পথচলা মানুষের কত ফিসফাস
এখন সে সব ইতিহাস।


হে প্রিয় বান্ধবী এ পোড়া সময়ে
তোমার কথা বড় বেশি মনে পড়ে
তোমারও কি মনে পড়ে সেই সব?
তুমিও কি আমার মতো ইতিহাস পড়ো?