কথার পিছনে কথা বুনে মালা গেঁথে
কাকে যে পরাতে চাই নিজেই জানিনা
তবে কেন অকারণ এই মালা গাঁথা?
দিন শুরু হওয়ার সাথে সাথে
পুষ্প চয়নের মত শব্দ চয়ন
পুষ্প চয়নে যেমন কাঁটা
শব্দ চয়নও কিন্তু নিষ্কণ্টক নয়


তবু দিনের শেষে মনে হয়
ব্যর্থ হ'ল বুঝি এই শ্রম এই রক্তক্ষরণ
কেউ কি পরবে শব্দের এই রতনহার।