প্রয়োজন ফুরিয়ে গেলেই সব শেষ
যেমন এঁটো শালপাতা,খাওয়া শেষে
কেঁদে কেঁদে আকাশ মাতায়।

কেউ কি তুলে রাখে সিগারেটের শেষ টুকরো
ছেঁড়া জুতো,ভাঙ্গা কলসী?

এমন কি ভালোবাসা শেষে
প্রিয়জনও চলে যায় দূরে নিরুদ্দেশে
ভালোবাসা কি কখনো শেষ হয়?