কার কাছে রেখে যাবো এই অভিমান?
নদী, তুমি কি শুনবে আমার সব কথা
বলো নদী, বলো তুমি
নদী শুধু কুলুকুলু শব্দে বয়ে যায়।


কার কাছে রেখে যাবো এই অভিমান?
পাখি,তোমার কাছে কি দিয়ে যাবো
আমার গোপন গানের পাণ্ডুলিপি
তুমি তাতে সুর দিয়ে গেয়ে যাবে গান
বলো পাখি,বলো তুমি
পাখি উড়ে যায়।


কার কাছে রেখে যাবো এই অভিমান?
ভেবে ভেবে বৃক্ষের নিকটে যাই
তাকে কিছুই বলতে পারিনা
শুধু বৃক্ষের কোটরে রেখে আসি অভিমান ভরা খাতা।