কবিতা
সেই কবে তোমার সাথে আলাপ হয়েছিলো
আজ আর মনে নেই।
তারপর একসময় কী ভীষণ
ভালবাসতাম তোমাকে
পাগলের মত তাই না?


তোমার হেঁটে যাওয়ার পথে পথে
আমি ছন্দের মালা গাঁথতাম
অথচ আমার জীবনটা
নিষ্ঠুর গদ্যের মতোই রয়ে গেলো।


এখন চাঁদ,ফুল, পাখি এসব
কোনও কিছুই ভালো লাগেনা আমার
মনে হয় ওগুলো শুধুই যন্ত্রণার প্রতীক
তোমাকে ভালোবাসার মধ্যে
কী ভীষণ যন্ত্রণা
সে শুধু বোঝা যায়,বোঝানো যায়না।
ওরা বলে
আমি তোমার কথায় মুগ্ধ হয়েছি
কী করে বোঝাই বলো
তুমি শুধু কথা নও, অন্য অনুভব,অন্য গভীরতা।