তুমি তো তেমন গৌরী নও
তবু তোমার জন্য কত হাপিত্যেশ
কত মায়া,কত ভালোবাসা
সেকথা তুমিই ভালো জানো।


তুমি যে তেমন গৌরী নও
সেকথা সেই শুধু জানে
এখনও নানা বাহানায়
তুমি অভিসারে যাও
সেখানে ফুল দাও
আর এখানে শুধুই কাঁটা


তুমি তো গৌরী নও, গৌরী সেজে থাকো
আর সে ছাই ভস্ম মেখে
এখানে ওখানে ঘুরে বেড়ায়
বাইরের লোক ভাবে বেশ চলছে তাদের সংসার।