তুমি ঠিক দুর্বোধ্য নও
তুমি যেন দীর্ঘ এক দুরূহ কবিতা
কখনো সঠিক ছন্দে আছো
আবার কখনো বা এলোমেলো
কখনো কালবৈশাখীর প্রচণ্ড দাপটে
চারিদিক লণ্ডভণ্ড করে দাও
আবার কখনো মেঘলা আকাশ থেকে
টুপটাপ বৃষ্টির মত ঝরে পড়ো


তুমি যেন দীর্ঘ এক দুরূহ কবিতা
কখনো তোমার ব্যকুল কণ্ঠস্বরে
উৎকণ্ঠিত করে তোল চারিদিক
আবার কখনো ভিজে গলায় কথা বল
কখনো তোমার কথার অর্থ বোঝা যায়
আবার কখনো বোঝা যায়না
তুমি কখনো প্রাণিত করো
আবার কখনো বা বিষাদ সিন্ধুর মধ্যে
ছুঁড়ে ফেলে দাও


যতই দুরূহ  হওনা কেন
তবু তোমাকেই বারবার পড়তে চাই
কারণ ক্রমাগত পাঠে বুঝতে পেরেছি
তুমি এক অনবদ্য কবিতা।