তুমি এক অন্য কালীদাস
যে গাছ তোমাকে ছায়া দেয়
ফুল দেয় ফল দেয়
তারই ডাল কাটতে বসেছ!
তুমি এক অন্য কালীদাস।


তুমি স্কুলে না পড়িয়ে
বাড়িতে কোচিং সেন্টার খুলেছো
বণিকের মানদণ্ড মেরুদণ্ড তোমার শরীরে
তুমি যে হে অন্য কালীদাস


তুমি হাসপাতালে যাও ঠিকই
তবে রোগী দেখতে নয় খদ্দের ধরতে
রোগীরা কাকুতি মিনতি করলে
তুমি নার্সিং হোমের ঠিকানা দিয়ে দাও
তুমি এক অন্য কালীদাস।


যে দেশের জল হাওয়ায় তুমি প্রাণ জুড়াও
সেই দেশকে টুকরো টুকরো করতে থাকো
যে কালীদাস না জেনে গাছের ডাল কাটে
তার  কথা আলাদা
কিন্তু তুমি?
নিজের লাভের লোভে তুমি অন্য কালীদাস।