সারাটা জীবন মার খেতে খেতে
আজ এখানে এসেছো
চিতার উপরে শুয়ে তুমি ভাবো
একেই বুঝি মৃত্যু বলে
এর জন্যই মানুষ এত হাহাকার করে।


তুমি নেই তবু জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক
যেন চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
মনে পড়ে একদিন এই চাঁদ
তোমার পত্র বন্ধু ছিলো
সারা রাত তুমি উঠোনে বসে
তাকে কত চিঠি লিখেছো
উত্তর পাওনি একটারও


কিন্তু এই যে এসেছে এখন
তোমাকে দেখতে
তুমি সেটা দেখতেও পেলেনা
শুধু অভিমান নিয়ে চলে গেলে।