মানুষের ব্যবহারে মাঝে মাঝে চমকে উঠি
এ যেন ভাষার অতীত এক অন্য অভিজ্ঞতা
এইতো সেদিন অনেকদিন পর
যার সাথে দেখা হ'ল
সেই প্রবীণ বুকে জড়িয়ে ধরলেন
আর যার সাথে চাক্ষুষ পরিচয় হয়নি
শুধুমাত্র দূরভাষে কথোপকথন
তিনি বললেন
এ সময় আপনার ফোনটা পেয়ে ভালো লাগলো
আর যার সাথে কুড়ি বছর দেখা নেই
তিনি ফোনে অপর প্রান্ত থেকে বলছেন
এই কণ্ঠস্বর শুনলেও ভালো লাগে


নানা কাজের ভিড়ে এসব মনে থাকার কথা নয়
তবু এই যে মনে পড়লো সেও কি কম?
মনে হয় এ জীবনে কাউকে কাউকে হয়তো ছুঁতে পেরেছি
আর তারাও বোধ হয় আমার অজান্তে
আমাকে ছুঁয়ে ফেলেছে ঠিক
এ শুধু এ বুড়ি তোর জলে নেমেছি খেলা নয়
এ এক প্রগাঢ় বিস্ময় আমার কাছে।