সব কিছু ঝাপসা হয়ে গেছে
শুধু হাসি খানি মনে আছে অবিকল
বুকের ভেতরে তারে রেখেছি
নিজেরই অজান্তে কখন


সেইদিন পথ চলতে চলতে
অচেনার মুখে সেই অবিকল হাসি দেখে
চেনা হাসি,চেনা মুখ,কত কথা মনে পড়ে গেল
ভুবন ভোলানো হাসি ছিল তার
ওই হাসি তারই জেরক্স কপি
স্মৃতির মালা গাঁথতে গাঁথতে
এ ফোঁড় ও ফোঁড় হতে থাকি
আর অন্য ধরনের রক্তপাত শুরু হয়।