যেখান থেকে শুরু করেছিলাম
সেখান থেকে এতোটা সিঁড়ি না ভাঙলেই চলতো
যেখানে সকলের ইচ্ছে ওই চূড়োয় ওঠার
তার থেকে নিজেকে বিরত রাখতেই চেয়েছি
কেননা ওই চূড়োয় উঠলে
যেখান থেকে শুরু করেছিলাম
তার নিকটবর্তী সব কিছুকেই খুব ছোটো দেখায়
বস্তুর প্রকৃত রূপে বিশ্বাসী বলে
চূড়োয় উঠতে চাইনি
শুধু সিঁড়ি ভাঙতে চেয়েছিলাম
তাই কিছুটা দূর গিয়ে ফিরে এসেছি
আমার এই সিঁড়ি ভাঙাতেই আনন্দ।