রাজা অন্ধ
আর তাই আমরাও গান্ধারীর মতো
চোখে কালো কাপড় বেঁধেছি
যা কিছু ঘটছে তা টের পাচ্ছি
কিন্তু দেখতে পাচ্ছিনা
কান তো খোলা আছে
তাই অনেক কিছুই শুনতে পাচ্ছি
কিন্তু ঠিক বিশ্বাস হচ্ছেনা
নিজের চোখে দেখতে পাচ্ছিনা বলে


এর মধ্যেই রাজার নাকি পোশাক খুলে গেছে
রাজা অন্ধ বলে কি টের পাচ্ছেনা
ঠিক বুঝে উঠতে পারছিনা
ব্যাপারটা বিশ্বাস করলুম তখন
যখন ওই বাচ্চাদের দল
সমস্বরে বলছে -'রাজা তোমার পোশাক কোথায়?
রাজা তুমি ন্যাংটো, ন্যাংটো রাজা তুমি'


আমরা না হয় অন্ধ সেজেছি
কিন্তু যারা জ্ঞানী, বিবেকবান, বুদ্ধিমান
যারা অনেক দূর পর্যন্ত দেখতে পায়
তারা কিছু বলছেনা কেন?