রক্তকরবীর গুচ্ছ হাতে দিয়ে বললে
তোমাকে জাল ছিঁড়ে বের করে আনলাম
এই নাও রাজা, তোমাকে বন্দীত্ব থেকে মুক্তি দিলাম  
এই বসন্তে দেখছোনা
পলাশে শিমুলে কত রঙ
এতদিন তুমি তো এ সব দেখতে পাওনি
ওই শোনো ওরা গান ধরেছে
.........  যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও


মুক্তি তো পেয়েছি কিন্তু ভয় হয়
আবার নতুন কোনো জালে জড়াবে না তো নন্দিনী?