বেলা বয়ে যায়
তুমি আপন খেলায় মত্ত আছো এখনও
কী হারালে এ জীবনে বুঝবে যে কবে
যা হারালে তার থেকে পেয়েছো কি বেশি কিছু?


সন্ধ্যা হয়ে এলো
কখন জ্বালাবে তুমি ঘরের প্রদীপ
সলতে পাকানোর সময়
বিভোর ছিলে আপন খেলায়
কখন ফুরিয়ে গেছে তেল
পিলসুজে জমেছে কত ধূলো
এই অন্ধকারে
কী করে প্রদীপ জ্বালবে তুমি বলো?