আপন খেলায় কখন যে গেল বেলা
তার হদিস পেলাম না
চারিদিকে এই অস্ত্রসজ্জিতদের ভিড়ে
আমারই কোনও অস্ত্র নেই,বর্ম নেই
কবে ওরা নিয়ে গেছে খুলে
এ সংকটে  পড়েনা মনে


প্রেমের পদাবলি লিখবো বলে
কাগজ কলম নিয়ে বসে থাকি
লিখতে পারিনা হয়তো জীবনে প্রেম নেই বলে
শুধু ধূসর মরুভূমির মধ্যে হেঁটে যাওয়া ছাড়া
এ জীবনের আর কোনও কাজ নেই।