কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে থেকে
তোমাদের সব কিছু পাহারা দিলাম
আর তোমরা ক্ষেতের সব শস্য নিয়ে চলে গেলে
আমার কথা একবারও ভাবলেনা!


তোমরা কি জানো রাত নিঝুম হলে
আমি একা একা হেঁটে বেড়াতাম
শস্যের ঘ্রাণ নিতাম প্রাণ ভরে
তোমরা সে সব কথা একবারও ভাবলেনা!


বাচ্চাদে ঢিলের আঘাত
আর বড়োদের উপহাস
এ ছাড়া আমার ভাগ্যে কিছুই জোটে নি
তোমরা যে যার আখের গুছিয়ে নিয়ে
আমাকে কাকতাড়ুয়া করেই রেখে দিলে
মানুষ হওয়ার সুযোগ দিলেনা!