এখন মৃত্যুর জন্য কোনও শোক নেই
বেঁচে থাকাটাই শোকাবহ
কে কখন নিমেষে প্রাণ নিয়ে নেবে
প্রিয় পুত্র-কন্যাদের অপহরণ করে
খুন করে ফেলে দেবে খাদের ভেতরে
এই ভয়ে সকলেই কাঠ।


এখন মৃত্যুর জন্য আর কোনও শোক নেই
বেঁচে থাকাটাই শোকাবহ
কারণ যে যায় সে আর ফেরেনা কখনও
যারা থাকে প্রবহমান যন্ত্রণা নিয়ে বেঁচে থকে


মুক্তিপণ দিতে পারবে না জেনেও
এই অপহরণ
একি তবে ব্যক্তিগত দ্বেষ, জাতি হিংসা?
কোন দোষে দুধের শিশুরা ছিন্নভিন্ন?