যেতে যেতে পথে চাঁদ ওঠেনি গগনে
প্রয়োজনও ছিলনা তুমি সাথে ছিলে বলে
তুমিই পূর্ণিমা আবার তুমিই অমাবস্যা
নিরন্তর এই আলো আঁধারিতে পথ চলা


শুধু আলোটুকু ধরবো বলেই এত ছটফটানি
আমি তো রবীন্দ্রনাথের মত বলতে পারবোনা
তোমার আঁধার তোমার আলো
দুই আমার লাগলো ভালো।