বয়স বাড়লে এইসব ভূত মাথার ভেতরে খেলা করে


যে বন্ধুকে সারাদিন না দেখলে দিন শেষ হতনা
তার সাথে বহুদিন যোগাযোগ নেই
যে কিশোরীর চোখের চাওনি দেখে বুক ঢিপ ঢিপ করতো
তাকে আর কোনোদিন দেখতেও পাবোনা হয়তো
যে রাগি যুবক ছিল আমার ভেতরে
সেও যেন ঝিমিয়ে পড়েছে


বয়স বাড়লে বুঝি এইসব হয়!
হয়তো বয়সের কোনও দোষ নেই
আমরা নিজের দোষে ভাবি এইসব।