কতই না আশা ছিল জীবনে তোমার
সবই কি পূরণ হল?
তুমি জানো হয়না কখনও
তবু আশার দোলনায় তুমি দোল খাও
নদীর এপারে তুমি দাঁড়িয়ে রয়েছো
দূরে খেয়া তরীটির দিকে চেয়ে
শুধু এই তরী বাওয়া দেখতে দেখতেই
সন্ধ্যা ঘনিয়ে আসবে
দূরে খেয়া তরীটি ক্রমশ নিকটতর হবে


একদিন মাঝি এসে বলবে তোমাকে
'অনেক তো হ'ল,এইবার চলো যাই ওপারে'
তুমি বাধ্য বালকের মতো
টুক করে এক লাফে উঠে যাবে
আমাদের দিকে ফিরেও তাকাবেনা।