তুমিই তো সেই পান্থ পাখি
উড়তে শিখলে এইতো সেদিন
তখন গাছের ছোট্ট ডালে
বসতে এসে সাঁঝসকালে
অনেক তোমার কিচির মিচির গাছের শাখায়
গান শোনাতে নানান সুরে
সেই কথা এই গাছ কি ভোলে?


পান্থ পাখি উড়তে উড়তে
সাধ ছিল কি তোমার মনে
বাঁধতে বাসা যে কোনও এক গাছের ডালে
সেই গাছই তো বোধিবৃক্ষ
তাই কি তুমি হও সুজাতা?