ও পলাশ কত যে বসন্ত গেল
তবু তুমি আমাকে রাঙাতে পারলেনা
সারাটা জীবন থোড়বড়ি খাড়া
আর খাড়াবড়ি থোড় করেই কেটে গেল
এ ব্যর্থতা তো তোমার নয়
তুমি অকৃপণ
তবু তোমাকেই অকারণে দোষারোপ করি
এই আমার স্বভাব


জানিনা কেন মনে পড়ে আজও
স্কুলে যেতে যেতে রাস্তার ধারের
সেই পলাশ গাছের কথা
যে বসন্তে রাঙিয়ে রাখতো চারপাশ


আজ আর নেই সেই গাছ
তবু ওই পলাশই আমাকে বাঁচিয়ে রেখেছে।