তোমরা প্রথম শ্রেণির নাগরিক
তাই তোমাদের এত বড় বড় বাড়ি
কত রকমের গাড়ি,কত জমক তোমাদের
তোমাদের ঠাট বাট দেখলে মনে হয়
ভিন দেশে এসে গেছি
তোমরা কী ভাষায় কথা বল তাও বুঝিনা


তোমরা এখনও উপেনের দুই বিঘা জমি
ছলে বলে কৌশলে আত্মসাৎ করো
নিজেদের সুখ স্বাচ্ছ্যন্দের বিনিময়ে
তোমরা বিকিয়ে দিচ্ছো দেশ


আমরা দ্বিতীয় শ্রেণির নাগরিক
তাই আমাদের ঘরে আলো নেই, অন্ন নেই
বস্ত্র নেই,শিক্ষা নেই এরকম হাজার নেই নিয়ে
আমাদের জীবন যাপন
অথচ আমাদেরই রক্তে ঘামে
তিল তিল ক'রে গড়ে উঠেছে এই দেশ
হে মাতা তবে কেন এই বিমাতৃসুলভ  আচরণ
তুমি কি আমাদের সৎ মা?