আমি নিজেই তো দিশেহারা
আমি কাকে পথ দেখাবো?
যে আদর্শকে ভালবেসে প্রাণপাত করেছি একদিন
আজ সে সব ধুলোয় গড়াগড়ি
যে সহকর্মীদের প্রাণ দিয়ে ভালবেসেছি
তারা সব ল্যাং মেরে চলে গেল
যে প্রতিষ্ঠানে প্রাণ ঢেলে কাজ করে যাচ্ছি
তার কর্তা ব্যক্তিরা
আমাকে দেখিয়ে দেখিয়ে চুমু খাচ্ছে ঢ্যামনাদের গালে
কাছের যে মানুষগুলিকে বিশ্বাস করেছিলাম সরল মনে
তারা প্রায় সকলেই বিশ্বাসঘাতকতা করেছে
বরং দুরের মানুষেরাই বাঁচিয়ে রেখেছে আমাকে
চিঠিপত্রে, দূরভাষের আলাপচারিতায়
এই সব দেখে দেখে আমি নিজেই তো দিশেহারা
আমি কাকে পথ দেখাবো?