পৈশাচিক উল্লাসে মেতেছে ভুবন
সকলেই আত্মহননের পথ বেছে নিয়েছে
কে কাকে পথ দেখাবে?
একজন হত্যাকারী আর একজন হত্যাকারীকে
পথ দেখাতে পারেনা কখনও


অথচ শহরে বই মেলা হয়,কবি সম্মেলন হয়
ফিল্মোৎসব হয়,প্রাণ খোলা গান হয়
আরও কত কী যে হয় সে কথা সকলেই জানে।
এ সময়ে তোমাদের এ সব ভালোও লাগে!
এ যেন আগুন দেখে পাশ ফিরে শোয়া
পুড়ে যায় দেশ জাতি  সমাজ-সংসার
যতক্ষণ তোমার পিঠ না পোড়ে
ততক্ষণ তুমি শুয়ে থাক
ঈশ্বরের মত নির্বিকার।