ও পলাশ ও শিমুল
কত যে বসন্ত গেল
তবু তোমাদের কাছে কিছু চাইনি
তোমাদের দূর থেকে দেখেছি
আবার যখন তোমাদের কাছে গেছি
তখনও চাইনি কিছু


আজ তোমাদের কাছে প্রার্থনা
তোমরা যাওয়ার আগে
তোমাদের থেকে একটুখানি রঙ
আমায় দিয়ে যেও
সেই রঙে প্রথমে রাঙাবো নিজেকে
তারপর অন্যদের মনে তা ছড়িয়ে দেবো
আমাদের বাইরে অনেক রঙ আছে
কিন্তু ভেতরে?
ভেতরে আমাদের কোনও রঙ নেই
তাই এত অশান্তি এত হানাহানি
যাওয়ার আগে একটুখানি রঙ দিয়ে যেও
যাতে সবার মনে রঙ লাগাতে পারি।