যে দক্ষিণে যাবে বলছে    
                সে আসলে যাবে উত্তরে
                আবার যে উত্তরে যাব বলছে
                সে কিন্তু আসলে যাবে দক্ষিণে
                কেউ ঠিকঠাক কথা বলছেনা
                কেমন একটা হেঁয়ালি চলছে চারদিকে
                কিন্তু কিসের জন্য?
                কাজের জায়গা থেকে সংসার
                সর্বত্রই একই হাল
                এ সবের সাথে যুঝতে যুঝতেই নাজেহাল


                অত্যন্ত কাছের মানুষটিও
                যেখানে যাবে ঠিক করে রেখেছে
                সে কথা স্পষ্ট করে না বলে
                অন্য কথা বলে সেখানে চলে যাচ্ছে
                এ সবই বুঝতে পারছি
                চারিদিকে এই ধোঁয়াশা রাখার মানে
                আমি আজও বুঝে উঠতে পারিনি


                সোজা পথের মানুষ
                এই সব বাঁকা পথের যাত্রীদের কর্মকাণ্ড দেখে অবাক হয়
                আর মনে মনে বলে যেদিকে খুশি যাও না বাপু
                মিথ্যে বলার কী দরকার?
                কী লাভ এই দ্বিচারিতায়?