ভাগ্যিস তোমাদের দলে নাম লিখিয়ে ছিলাম
           তা না হলে কি যে হত ঈশ্বর জানেন!
           তোমরা না চেনালে আমাকে কি চিনত লোকে?
           দু-চারটে কবিতা লিখেই কেমন কবি বনে গেলাম
           মঞ্চে মঞ্চে কত সম্বর্ধনা, হাততালি
           কোথাও প্রধান অতিথি আবার কোথাও সভাপতি
           এখন আমার পরিচয় দানে তোমরা বলছো
           আমিই নাকি এ অঞ্চলের প্রতিনিধিত্ব করছি
           শুনলে শরীরে রোমাঞ্চ হয়
           বাহবা সার্কাসের খেলা বাহবা!


            এখন ভাবি যদি আরও আগে নাম লেখাতাম
            তাহলে পুরস্কারে পুরস্কারে ভ'রে যেত কাঙাল হৃদয়
            আমার বড্ড দেরি হয়ে গেছে
            তবু বলি আমি তোমাদেরই লোক হে!
            তোমাদের জগাই মাধাই
            মাঝে মাঝে মেরেছে কলসীর কানা
            আহা তাই বলে কি প্রেম নেবনা ।