এই রোদ ঝলমলে দিন
এই কোকিলের কুহুরব হয়তো বা একদিন
দেখতে পাবোনা শুনতে পাবোনা
তবু তোমরা যে দেখবে শুনবে তাতেই আনন্দ
আরও ঢের বেশি কোকিলের ডাক
তোমরা শুনতে পাবে আর তারপর
আমারই মতো হয়ে যাবে বিলীন


পৃথিবীতে অনেক বসন্ত আমি দেখিয়াছি
এক একটি বসন্ত আসে
আর আমাদের পাতা ঝরে যায়
অনেক অনেক বসন্ত আসবে
আর পাতা ঝরে যাবে
নতুন পাতারা এসে পুরনো কে ভুলে যাবে
আমরা ক্রমশ বিশুষ্ক কাঠের মতো হয়ে যাবো


তবু পৃথিবীতে ফুল ফুটবে
পলাশ শিমুল আগের মতই
আবার কি গাছে গাছে
সমারোহে মেতে উঠবে?


এসব জানিনা আমি তবু কেন জানি
বার বার মনে হয় মানুষের মন অনুভুতি
সবই তখন হয়ে যাবে
পাতাঝরা গাছের মতন
বিশুষ্ক কাঠের আসবাবে ভরে যাবে
সমুহ সংসার।