ছোটবেলায় সাঁতার কাটতে কাটতে
একদিন ঘূর্ণির  মধ্যে পড়ে গেছিলাম
সাথীদের কেউ একজন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল
এই তো সেদিন মোটরবাইকে যাচ্ছিলাম
এক্কেবারে রাস্তার বাঁ পাশ ঘেঁসে
দুরন্ত বেগে আসা সুপার এক্সপ্রেস
প্রায় পিষে ফেলতে চেয়েছিলো আমাকে


আর এই দু'এক সপ্তাহ আগের ঘটনা
রাস্তার বাঁদিকে হেঁটে যাচ্ছিলাম
ধির গতিতে চলা মিনিবাস
আমাকে যেন চাপা দিতে চেয়েছিলো
যাত্রীরা রে রে ক'রে ওঠায়
সে যাত্রা রেহাই পেয়েছিলাম


সকলেই বলেন-'বাঁ দিকে থাকলে বিপদ ঘটেনা'
অথচ আমি তো বাঁদিকে থেকেই বারবার আক্রান্ত
এইভাবে মরতে মরতে বেঁচে গেছি অনেক সময়
আর এভাবেই বাঁচতে বাঁচতে
হয়তো হঠাৎ ক'রে মরে যাবো কোনও একদিন।