এ কেমন সোনার বাংলা রবীন্দ্রনাথ বুঝিনা তোমার
ঘাসের ডগায় আর শিশির নেই
দেখি,ভাই এর রক্তে ভিজে গেছে মাটি।


জীবনানন্দ তুমিও কি ফিরে আসতে চাও এই বাংলায়
ভোরের কাক হয়ে,ধানসিঁড়ি নদীটির তীরে?
না কি আবার আসিব ফিরে শুধুই বাসনা তোমার


দেখোনি কি বুকে আজও বিঁধে আছে শোষণ-ত্রিশূল
তবে কেন অসময়ে বোবা হয়ে চলে গেলে নজরুল।


সুকান্ত তুমিও তো বলেছিলে উলঙ্গ শিশুর শরীরে
এনে দেবে রোদ , রাত্রির গভীর বৃন্ত থেকে
ছিঁড়ে আনবে ফুটন্ত সকাল
কই,তবে কি আমরা সবাই ঘুমিয়ে পড়েছি?
না সকালই আসেনি!



*এই কবিতাটি অনেক অনেক দিন আগে লেখা অর্থাৎ যখন কবিতা লেখা সবেমাত্র শুরু করেছি।