যাবো বলেই তো বাড়ি থেকে বেড়িয়েছি
কিন্তু কোন দিকে যাবো?
উত্তরে না দক্ষিণে, পূবে না পশ্চিমে
সেটা ঠিক করতে পারিনা বলেই তো যত ঝঞ্ঝাট
কিন্তু যেতে তো আমাকে হবেই


তাই এক সময় যে দিকে দুচোখ যায়
সেই দিকেই যেতে থাকি
যেতে যেতে এক নদীর সঙ্গে দেখা
নদী বলছে ও পথিক তুমি কি পথ হারিয়েছ?
আমি উত্তর দেওয়ার আগেই
সে কুলকুল শব্দ করে চলে গেল
এইবার পথে যেতে যেতে মাথার ওপর উড়ছিলো যে পাখি
সে বলল ও পথিক তোমার বাস কোথায়?
আমি বললাম কেন তুমি যেখানে থাক সেখানে
এই কথা শুনে সে খিলখিল করে হেসে
তেপান্তরের মাঠের দিকে উড়ে গেল
এইভাবে যেতে যেতে
একসময় তেপান্তরের মাঠে পৌঁছলাম
সেখানে আপন মনে কি সব ভাবছি
এমন সময় বাতাস বলল
তুমি কি ভাবছো, যাবে কোথায়?
আমি বললাম জানিনা তো
সে বলল আমি যে দিকে চলেছি সেই দিকেই চলো
উল্টো দিকে যেওনা বাপু বিপদে পড়বে
বাতাসের এই কথা শুনে আমি হতভম্ব ।