আমার ভেতরে এক উদাস বাউল বাস করে
আমি তারে জোর করে ধরে রাখি এ ভব খাঁচায়
সে যে উড়ে বেড়ায় পালিয়ে বেড়ায়
ঘুরে বেড়ায় আখড়ায় আখড়ায়
আমি তারে কিছুতেই ধরে রাখতে পারিনা


তার হাতে নেই একতারা- দোতারা
আলখাল্লা নেই
এ বাউল কেমন বাউল
আমি তা বুঝতে পারিনা
সে যে পালিয়ে বেড়ায় ঘুরে বেড়ায়
আখড়ায় আখড়ায়
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলে আর পারিনা।