যে সয় সে রয়
এই আপ্তবাক্য মনে রেখে
জীবনে শুধু সয়েই গেলাম
একে কি থাকা বলে?


জীবনে সহ্য করতে করতে
কখন যে দুই যুযুধান পক্ষের
খেলার সামগ্রী হয়ে গেলাম
ঘুণাক্ষরেও তা টের পাইনি
ওরা শুধু গোল করতে চেয়েছে
আমার কথা কখনও  ভাবেনি।