এ যেন এক
অন্য লখীন্দরের পালা
কালসাপে কেটেছে ভেবে
তোমরা এই নদীতে ভাসিয়ে দিলে
ভাসতে ভাসতে পার হ'ল কত নগর বন্দর
তবু কেউ তাকে পারে ওঠাল না


সেই থেকে সে শুধু ভেসেই চলেছে
ক্রমে জীর্ণ হ'ল মান্দাস
তার বেহুলা নেই
তাই সে ডাঙ্গায় ফিরতে পারলো না
অকূল পাথারে ভেসে গেল!