একদিন বড় প্রিয় ছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে
স্কুল থেকে বাড়ি ফেরা
একদিন প্রিয় শখ ছিল
বিছানায় শুয়ে প্রিয় বই বুকে রেখে
বৃষ্টির শব্দ শোনা
একদিন বড় প্রিয় ছিল
ছাতা ফেলে এসে
বৃষ্টিতে ভিজতে ভিজতে পথ চলা
  
এই সব বড় প্রিয় ছিল একদিন


এখন বৃষ্টির ভয়ে সারাদিন ছাতা সাথী
প্রিয় শখগুলি ধূলায় মলিন
বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়ি নিজেই জানিনা
এখন বৃষ্টি পড়লে ঝমঝম শব্দ হয় কি-না
তা বলতেও পারবোনা ।