যে শিশু ভূমিষ্ঠ হ'ল
ক্রমে সে বালক হয়
বালকেরও পালক গজায়
সে তখন ভাবে
এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়
ওড়ার আকাশ কি সকলেই পায়?
যারা পায়না বন্দী হয় এ বড় খাঁচায়
আর ঠোকরাতে থাকে শলাকাগুলি
আবার কেউ কেউ এত বড় খাঁচা দেখে
ওটাকেই আকাশ ভাবে


প্রকৃতপক্ষে কেউই উড়তে পারেনা আকাশে
শুধু ডানা ঝাপটায়।
আসলে কাকে যে মুক্তি বলে
আমরা কেউই তা জানিনা
তবু এই মায়ার পিছনে ছুটে চলা।