কচু পাতাতে যে শিশির জ'মে জল হয়
তাকে পড়ে যেতে দিই না
দুহাতে আঁকড়ে ধরে রাখি পাতা
কেননা জলই জীবন যে


যতই পদ্ম পাতায় জল টলমল করুক না কেন
দুহাত দিয়ে ধরে রাখি পাতাকে
কিছুতেই জল পড়ে যেতে দিই না
কেননা জলই জীবন যে


অথচ ভূগর্ভস্থ জলের কত না অপচয়!
মিউনিসিপ্যালিটি- কর্পোরেশনের কলের ট্যাপ
খুলে নিয়ে যায় যারা
তারা কি জলকে জীবন ভাবেনা?


কচুপাতার জল পদ্মপাতার জলকে
পরম যত্নে আগলে রাখলেও
বাকী সব জল জলের নিয়মে ব'য়ে যায় !