কার কাছে যাবো
আর কার থেকে দূরে থাকবো
এটা দিনে দিনে নিজেকেই ঠিক ক'রে নিতে হয়


এক একটা জিনিসের কাছে গেলে খুব সুন্দর দেখায়
আবার কোনও কোনও জিনিসের কাছে গেলে
তাকে বীভৎস মনে হয়
যেমন কুমীরকে তুমি দূর থেকে দেখো ভালো লাগবে
কাছে গেলেই তোমার ভয় আর বিবমিষা হবে
যেমন গণ্ডার , তবেই না বলি গণ্ডারের চামড়া
আবার হরিণের কাছে যাও মন ভালো হয়ে যাবে


কার কাছে যাবো
আর কার থেকে দূরে থাকবো
এটা দিনে দিনে নিজেকেই ঠিক ক'রে নিতে হয়।