সুখ কাকে বলে আমি ঠিক বলতে পারবো না
শুধু তাকে দেখেছি অভিধানের পাতায়
আর পড়েছি পাঠ্য পুস্তকে,গল্পের বইয়ে
লোকেরা সুখের  কত গল্প করে তাও শুনেছি


এত যে দিন পার হ'ল
এখনও পর্যন্ত আমি তার ঠিক অর্থ জানিনা ।


কিন্তু দুঃখ কাকে বলে জানি
আজীবন তার সঙ্গে বসবাস আমার
আমি হাঁটি ,সেও হাঁটে
আমি কাঁদি , সেও কাঁদে
ভুল ক'রে কখনও হাসে না
দুঃখ বোধ হয় আমাকেই ভালোবাসে বেশি
আর কাউকেই ঠিক ততোটা বাসে না
আমাকে সে কাছ-ছাড়া করেনা কখনও


দুঃখ যদি কোনোদিন হেসে গড়াগড়ি যায়
তখন তোমরা হয়তো পাবেনা আমাকে।