পায়ের তলার মাটি ক্রমশ আলগা হচ্ছে
কোথায় রাখছো পা একবার ভেবে দেখো
ও দিকে প্লেট সরে যাচ্ছে প্লেট সরে যাচ্ছে বলে
চারিদিকে ত্রাহিরব
শুধুই কি প্লেট সরে যাচ্ছে ?
না কি আমরাই সরে যাচ্ছি আমাদের থেকে?
কারা নষ্ট করছে প্রাকৃতিক ভারসাম্য?
কোথায় হারিয়ে গেল প্রাণের বান্ধবরা!
সেই প্রজাপতি,কাঠবেরালি, চড়ুইরা.........
ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে
কতিপয় মানুষের লাগামছাড়া ভোগবিলাসের যূপকাষ্ঠে
মানব সমাজ
এভাবে চলতে থাকলে
একদিন তাসের ঘরের মত
ধসে যাবে সমূহ সংসার
স্বজন হারানো সেই ধ্বংস স্তুপে
তুমি কার জন্য দাঁড়িয়ে থাকবে?


তুমি যখন গড়ো নি কিছুই
ধ্বংস করার অধিকারও তোমার নেই
কোন অধিকারে তুমি এসব করছো?
মনে করো তুমি যখন এ ধরায় প্রথম এসেছিলে
সব কিছু প্রস্তুত ছিল তোমাকে অভিবাদন জানাতে
তোমাকে কিছুই করতে হয় নি
আর তুমি কী রেখে যাচ্ছ আগামী পৃথিবীর জন্য ?
এই তাসের ঘর?